বিডিইবুক বাংলা ভাষার বইয়ের একটি বিশাল মুক্ত প্লাটফর্ম। এখানে আপনে বাংলা ভাষার বিভিন্ন বই এবং লেখক সম্পর্কে লেখতে ও জানতে পারবেন। আমরা বিডিইবুক কে সকল বই প্রেমিকদের জন্য উন্মুক্ত করতে চাচ্ছি যাতে সবাই এখানে তাদের পাঠকৃত বই সম্পর্কে মতামত প্রকাশ করতে পারে এবং বিভিন্ন পাঠকদের মতামত জানতে পারে। এখানে আপনে বইয়ের রিভিউ, সারমর্ম, লেখক পরিচিতি, বেস্ট সেলিং বই সম্পর্কে জানতে পারবেন। আশা করি বাংলা ভাষার বই প্রেমীরা এখান থেকে অনেক উপকৃত হবেন।