মাসুদ রানা সিরিজের সেরা বই ও চরিত্র পরিচিতি

মাসুদ রানা সিরিজের সেরা বই ও চরিত্র পরিচিতি

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের তৈরি করা কাল্পনিক চরিত্র মাসুদ রানা। ১৯৬৬ সালে সেবা প্রকাশনীর ধ্বংস পাহাড় বই দিয়ে মাসুদ রানা সবার সামনে আসে এবং এখন পর্যন্ত মাসুদ রানাকে কেন্দ্র করে মোট ৪৬৩টি বই প্রকাশিত হয়েছে। এতোগুলো বইয়ের মধ্যে থেকে মাসুদ রানা সিরিজের সেরা বই কোনগুলো তা নিয়ে এই আর্টিকেলে আলোচনা করব। আপনি যদি মাসুদ রানা সিরিজের বই গুলো পড়তে চান কিন্তু এতোগুলো বই হওয়ার কারণে শুরু করার সাহস পাচ্ছেন না তাহলে এই আর্টিকেলটি পড়ুন এতে করে মাসুদ রানা সিরিজের সেরা বই কোনগুলো সেই সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন।

কে এই মাসুদ রানা?

মাসুদ রানা সিরিজের সেরা বইগুলো দেখার আগে এই মাসুদ রানা নামক কাল্পনিক চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই যে গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-বিদেশে। পদে পদে তার বিপদ, ভয় আর মৃত্যুর হাতছানি। অর্থাৎ সে একজন স্পাই এজেন্ট এবং তার কাজ হল গোপনে বিভিন্ন মিশন সম্পন্ন করা। আর তার মিশন গুলো কে ঘিরেই এগিয়ে যায় কাহিনী গুলো।

মাসুদ রানাকে একজন সেনাবাহিনীর প্রাক্তন মেজর এবং কাল্পনিক সংস্থা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন লেখক। রানার সাংকেতিক নাম হল MR-9 । এছাড়াও সে রানা এজেন্সি নামে একটি গোয়েন্দা সংস্থাও পরিচালনা করে। বলতে গেলে মাসুদ রানা হল জেমস বন্ডের বাংলা ভার্সন।

মাসুদ রানা সিরিজের সেরা বই

চলুন এখন মাসুদ রানা সিরিজের সেরা বই বইগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমনটা আগেই বলেছি এই মাসুদ রানা সিরিজে মোট ৪৬৩টি বই আছে কিন্তু বইগুলিতে মোট গল্প আছে ৩২০টি। অর্থাৎ অনেক বইয়ের দুটি অথবা তিনটি ভলিউমও আছে। বলে রাখা ভাল সিরিজের প্রথম দুইটি ও পরবর্তীতে আরো কয়েকটি বই বাদে অধিকাংশ বইয়ের কাহিনী ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের ভাবানুবাদ বা ছায়া অবলম্বনে রচিত। তাহলে চলুন মাসুদ রানা সিরিজের সেরা বইগুলোর একটা তালিকা দেখে নেই-

ধ্বংস পাহাড়

মাসুদ রানা সিরিজের সেরা বই
ধ্বংস পাহাড়
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৬
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৮৫
  • চরিত্রঃ মাসুদ রানা, কবির চৌধুরী, রাঙার মা, সুলতা রায়, মেজর জেনারেল (অবঃ) রাহাত খান

প্রতিভাবান বিজ্ঞানী কবির চৌধুরী কাপ্তাই শহরের কাছে একটা পাহাড়ের ভেতর আলট্রা সনিক এবং অ্যান্টি-গ্র্যাভিটি নিয়ে গোপন গবেষণা করছিলো। কিন্তু কাপ্তাই বাঁধ তৈরির ফলে বিশাল লেকের নিচে সেই পাহাড়টা তলিয়ে যাচ্ছে। তাই কবির চৌধুরী সিদ্ধান্ত নিলো পাকিস্তানের শত্রু দেশ ভারতের সরবরাহ করা শক্তিশালী ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবে বাঁধটা। আর সেটা ঠেকানোর দায়িত্ব পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মাসুদ রানার উপর।

ভরতনাট্যম

মাসুদ রানা সিরিজের সেরা বই
ভারতনাট্যম
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৬
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫
  • চরিত্রঃ মাসুদ রানা, মিত্রা সেন, জয়দ্রথ মৈত্র

সাধারণ একটা সাংস্কৃতিক শুভেচ্ছা মিশনে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানাকে পাঠানো হয় ফটোগ্রাফারের ছদ্মবেশে। কিন্তু সেখানে গিয়ে কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে পড়লো মোলাসেস সেন্ট- অর্থাৎ চিটাগুড়ের গন্ধ। ব্যাপার কি? এ যে বিষাক্ত কেউটের চেয়েও ভয়ঙ্কর! রানার মৃত্যুসংবাদ প্রচার করেও কি ধোঁকা দেয়া গেল ওদের?

স্বর্ণমৃগ

স্বর্ণমৃগ
স্বর্ণমৃগ
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৮১
  • চরিত্রঃ মাসুদ রানা, জিনাত সুলতানা, ওয়ালি আহমেদ

পাকিস্তান আমলে মাসুদ রানা করাচী থাকার সময় সমুদ্রের ধারে খেলার ছলে পরিচয় হয় স্বর্ণমৃগের সাথে। তখন রানার জীবনে আসে জিনাত সুলতানা। এক অভিনব পন্থায় সোনা চোরাচালান হচ্ছে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে। রানার সাথে ওয়ালী আহমেদের হলো প্রচণ্ড সংঘর্ষ। জীবনে এই প্রথম রানা উপলব্ধি করল শক্তির দ্বন্দ্বে ওয়ালী আহমেদের ক্ষমতার কাছে সে একটি দুগ্ধপোষ্য শিশু-মাত্র। কিন্তু পিছিয়ে এলো না রানা, নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে এগিয়ে গেলে মিশন সম্পন্ন করতে।

দুঃসাহসিক

দুঃসাহসিক
দুঃসাহসিক
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার, অ্যাডভেঞ্চার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৭০
  • চরিত্রঃ মাসুদ রানা, মায়া ওয়াং, লিউ ফু চুং

পিকিং শহর থেকে একজন দুঃসাহসী বাঙালি লোক চেয়ে সাহায্যের আবেদন এল। বন্ধু দেশ হওয়ার কারণে যেতে হলো রানাকে। সেখানে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় শক্তিশালী এক প্রতিপক্ষের, তৈরি হয় এক রোমাঞ্চকর মিশনের।

মৃত্যুর সাথে পাঞ্জা

মৃত্যুর সাথে পাঞ্জা
মৃত্যুর সাথে পাঞ্জা
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার, অ্যাডভেঞ্চার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৮৭
  • চরিত্রঃ মাসুদ রানা, মাহমুদ, রুবিনা, খামিসু খান, ডক্টর সেলিম খান

ডক্টর সেলিম খান নামের এক ব্যক্তিকে ইন্ডিয়া জিম্মি করে রাখে। রানা তাকে মুক্ত করে পাকিস্তান ফিরিয়ে নিয়ে আসতে যায়। মাহমুদ নামের একজনের জন্যে সবাই বেঁচে ফিরে। অন্যদিকে রুবিনা এবং তার বাবা কাশ্মীরের জীবন থেকে মুক্তি চায়।

দুর্গম দুর্গ

দুর্গম দুর্গ
দুর্গম দুর্গ
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১০৬
  • চরিত্রঃ মাসুদ রানা, মিশ্রী খান, মাহবুব চানন, আলতাফ ব্রোহী, লেফটেন্যান্ট আরিফ

পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ চলছে। মাসুদ রানা তখন পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্সের স্পাই হিসেবে নিযুক্ত। ভারতের অভ্যন্তরের এক দুর্গের ৪ টা বিরাট কামান ধ্বংস করা জরুরী হয়ে পড়েছে। কারণ ঐ কামানগুলোই মূলত শত্রুদের আক্রমণ প্রতিহত করে দেয়। কামানগুলো ধ্বংস করতে পাঠানো হল রানা, মিশ্রী খান, মাহবুব আর আলতাফকে। মাসুদ রানার নেতৃত্বে শুরু হল দুর্ধর্ষ চার ব্যক্তির বিপদসংকুল অভিযান।

শত্রু ভয়ঙ্কর

শত্রু ভয়ঙ্কর
শত্রু ভয়ঙ্কর
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৮
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১০৬
  • চরিত্রঃ মাসুদ রানা, কর্নেল নিকিতা ম্যাখারভ, ইয়াকুব বে

ইস্তাম্বুলের সাধারণ বিচারকক্ষে বিচার হচ্ছে, আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে খুনের দায়ে অভিযুক্ত রানা। ভূমধ্যসাগরে RCD শিপ বিল্ডিং করপোরেশনের জাহাজ এম ভি রুস্তম এবং রাশিয়ার নব আবিষ্কৃত আণবিক অস্ত্র Lenin M-315 কে ঘিরে সৃষ্টি হলো এক ভয়ঙ্কর ঘটনাচক্রের। রাশিয়ার KGB-এজেন্ট কর্নেল নিকিতা ম্যাখারভ, ইস্তাম্বুলের মাফিয়া চীফ ইয়াকুব বে এবং পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানা জড়িয়ে পড়ল এক প্রাণঘাতী সংঘর্ষে। কে জয়ী হবে জানতে হলে পড়তে হবে শত্রু ভয়ঙ্কর।

সাগর সঙ্গম

সাগর সঙ্গম
সাগর সঙ্গম
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২
  • চরিত্রঃ মাসুদ রানা, গিলটি মিয়া

সাগর সঙ্গম বইটির মোট ২ টি পার্ট আছে। ১ম পার্টে তাসের টেবিল থেকে শুরু হয় রহস্যের। পরে সেই ভয়ানক চক্রান্ত সংক্রামক রোগের মত ছড়িয়ে পরে ঢাকা থেকে চিটাগাং এবং সেখান থেকে কক্সবাজার। চিটাগাং এর রক্তলোভী হাঙ্গর আর বিদেশী সাবমেরিন, আন্দরকিল্লায় তিনটে ঘরভর্তি জালনোট, কক্সবাজারের হোটেল ড্রীমে অগ্নিকান্ড- সব মিলিয়ে জন্ম দেয় নতুন রহস্যের।

২য় পার্টে মাইক্রোবায়োলজিকাল রিসার্চ সেন্টার থেকে চুরি গেছে কালকূট। পৃথিবীর প্রতিটি প্রাণীকে হত্যা করার পক্ষে যথেষ্ট পরিমাণে ভাইরাস হাতে নিয়ে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে এক ক্ষ্যাপা লোক। তার কাছে নতি স্বীকার না করলে যেকোন মুহূর্তে ফাটিয়ে দেবে সে ভাইরাসের বোতল। সবাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসে রানা।

রানা! সাবধান!!

রানা! সাবধান!!
রানা! সাবধান!!
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৮
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৩৭১
  • চরিত্রঃ মাসুদ রানা, কবির চৌধুরী, সাদেক খান, ললিতা বটব্যাল, আবদুল্লা ফৈয়াজ, শায়লা ফৈয়াজ

রানা! সাবধান!! গল্পটা ওঙ্কার দ্বীপের। বাংলাদেশ থেকে বন্দি বিনিময়ের জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় বাংলাদেশের এক পাগলা সাদেক খানকে, যিনি তার আশপাশের সবকিছু হুবহু বলে দিতে পারেন কী ঘটছে। আর সাথে ছিল সিস্টার ললিতা বটব্যাল, যার সাথে রানার শত্রুতা। অন্যদিকে কবির চৌধুরী আবার আবদুল্লা ফৈয়াজ নামের এক ব্যক্তি আর তার মেয়ে শৈলা ফৈয়াজ কে জিম্মি করে সাদেক খানের মাথার অনুরুপ কম্পিউটার তৈরী করতে চাইছে! সেটা প্ল্যান নস্যাৎ করাই এই বইয়ের মূল আকর্ষণ।

রত্নদ্বীপ

রত্নদ্বীপ
রত্নদ্বীপ
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৮
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১২০
  • চরিত্রঃ মাসুদ রানা, কমোডোর জুলফিকার, ওজন আলি, এম. আলি, আহমেদ সুদীরু, ওসমান খান, ক্যাপ্টেন ইমরান, মিসির, কায়েস, দাউদ

তেত্রিশ কোটি টাকার হাই কোয়ালিটি পাকিস্তানী এমারেল্ড নিয়ে ভারত মহাসাগরে উধাও হয়ে গেল অস্ট্রেলিয়াগামী জাহাজ ফ্রেটার। দুর্ধর্ষ এক জলদস্যুদলের চক্রান্তের মধ্যে পড়ে হাবুডুবু খেল রানা। তারপর সে এক জাল পাতল ভারত মহাসাগরের বুকে। সেই জালে কি রানা ধরতে পারবে জলদস্যুদলের সদস্যদের নাকি নিজেই তাদের হাতে বন্দি হয়ে পরবে?

কায়রো

কায়রো
কায়রো
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৬৯
  • চরিত্রঃ মাসুদ রানা, জিসান বাট

বন্ধু আহসানের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে কায়রোর মাটিতে পা দিয়েই রানা টের পেল সে ফাঁদে পা দিয়েছে। ইসরাইলের দুর্ধর্ষ স্পাই সংস্থা কুৎসিত জটিল এক চক্রান্তের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ফেলল রানাকে। জিসান বাট জড়িয়ে ফেলল রানাকে অতি আগ্রহী প্রেমের মায়াজালে। চারিদিকে রহস্যের জাল। পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্টের গৌরব মাসুদ রানা কি তাহলে এবার ভুল করে বসল?

এখনও ষড়যন্ত্র

এখনও ষড়যন্ত্র
এখনও ষড়যন্ত্র
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৭২
  • চরিত্রঃ মাসুদ রানা, সোহেল আহমেদ, হরমুজ আলী, শাহেদ

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কেন এখানে সেখানে খুন হচ্ছে অসংখ্য বাঙালী? তবে কি এখনও সেই কুখ্যাত আল-বদর, আল-শামস ও রাজাকারের দল তৎপর রয়েছে? এখনও তারা তাদের জঘন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে? রানা কি পারবে সেই রহস্য উদ্ধার করতে?

প্রমাণ কই?

প্রমাণ কই?
প্রমাণ কই?
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৭২
  • চরিত্রঃ মাসুদ রানা, সোহান চৌধুরী, সোহেল আহমেদ, মাহবুবুল আলম, জালাল শিকদার

সোহানাকে সাথে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছিল রানা। সাহায্য চাইল যুদ্ধক্ষেত্রে পরিচিত এক সহচর। বিপদের কথা চিন্তা না করেই তাকে কথা দিয়ে দিল রানা, সাহায্য করবে এবং তার সহকারী হিসেবে কাজ করবে সোহানা। তারপরই শুরু হল ভয়ঙ্কর সব ঘটনা। বন্ধু বেশে তাদের আশেপাশেই ঘুরছে শত্রু। চেনার উপায় নাই, কখন বসাবে বিষাক্ত ছোবল বোঝার উপায় নেই।

পিশাচ দ্বীপ

পিশাচ দ্বীপ
পিশাচ দ্বীপ
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৭৩
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৯২
  • চরিত্রঃ মাসুদ রানা, মেজর জেনারেল (অবঃ) রাহাত খান, প্রফেসর গোলাম জিলানী, সোহেল, সোহানা, ডক্টর শিকদার, উলফাত, ওলজার বেগ, পূরবী মুখোপাধ্যায়

মাসুদ রানা সিরিজের বইগুলো মূলত  পিশাচ দ্বীপ স্পাই থ্রিলার, সেগুলোতে বিভিন্ন অপরাধ ও অপরাধীদের ধরতে রানা ব্যাস্ত থাকে রানা। কিন্তু এই বইটি আলাদা, এতে ভৌতিক ফিলও পাবেন। আলাদা রকমের মাসুদ রানার গল্প পড়ার জন্য এই বইটি অবশ্যই পরে দেখতে পারেন।

লাল পাহাড়

লাল পাহাড়
লাল পাহাড়
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৭৭
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১১১
  • চরিত্রঃ মাসুদ রানা, শিরিন কাওসার, হাসনা কাওসার, আখতারুজ্জামান, চম্রা মং, মিরহাম

মুমূর্ষ এক বৃদ্ধ মৃত্যুর আগে সাগর দেখতে চেয়েছিলেন। তাই রানা তাকে পিঠে তুলে পৌঁছে দিয়েছিল সাগর তীরে। বিনিময়ে বৃদ্ধ তাকে পবিত্র থাম্পা মন্দিরে যাওয়ার নকশা এঁকে দিল বালির উপর এবং মারা গেল। কিন্তু তখনই রানা চমকে উঠল রানা রাইফেল লোড করার শব্দে। চোখ তুলে দেখল স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সাতজন অশ্বারোহী।  শুরু হল সীমান্তের আতঙ্ক নির্মম মিরহাম মার্মার বাহিনীর চোখ ফাঁকি দিয়ে থাম্পা মন্দিরে পৌছার এক রুদ্ধশাস মিশন।

আমিই রানা

আমিই রানা
আমিই রানা
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • জনরাঃ স্পাই থ্রিলার
  • পাবলিকেশনঃ সেবা প্রকাশনী
  • প্রথম প্রকাশঃ ১৯৭৯
  • পৃষ্ঠা সংখ্যাঃ ২৪৮
  • চরিত্রঃ মাসুদ রানা, সোহানা চৌধুরী, সোহেল আহমেদ, জ্যাক জাস্টিস, পপকিন

আমিই রানা বইটির মোট ২টি খণ্ড আছে। তেল আবিবের এক অভিজাত এলাকা জাফার এর একটি ফ্ল্যাটে নিজ বিছানায় ঘুমিয়ে ছিলো রানা। কিন্তু তার ঘুম ভাঙল নরওয়ের অসলো শহরে এক হোটেল কক্ষে। ঘুম থেকে উঠে নিজেকে প্রশ্ন করল- হাতের ঘড়িটা বদলে গেলো কি করে? পরনে পাজামা এল কিভাবে? অচেনা ভাষা কেন? তবে কি স্বপ্ন দেখছে? ঘুম চোখে বাথরুমে ঢুকল রানা, থমকে দাঁড়াল আয়নার সামনে।  চিনতে পারছে না নিজেকে! আশ্চর্য! স্মরণশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে রানা। শুধু মনে আছে, ওর নাম মাসুদ রানা এবং ও একজন দেশপ্রেমিক ইসরায়েলী! রানা কি তার স্মৃতি শক্তি ফিরে পাবে নাকি পুরাতন পরিচয় ভুলে পরিণত হবে এক নতুন মাসুদ রানায়।

শেষ কথা

মাসুদ রানা বাংলা স্পাই থ্রিলার কাহিনীর অন্যতম চরিত্র এবং বলতে গেলে মাসুদ রানাই বাঙালি পাঠকদের স্পাই ঘরানার গল্প গুলোর সাথে পরিচয় করে দিয়েছে। তাই স্পাই ফ্যানদের ভেতরে মাসুদ রানার জন্য আলাদা ভালবাসা আছে। তাই যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি মাসুদ রানা সিরিজের সবগুলো বই পড়ে ফেলতে পারেন। কিন্তু যদি যাদের হাতে পর্যাপ্ত সময় নেই কিন্তু স্পাই থ্রিলার পড়তে চান তাদের জন্য এই মাসুদ রানা সিরিজের সেরা বইয়ের তালিকা কাজে আসবে। আপনি এই আর্টিকেলে দেওয়া বইগুলো পড়তে পারেন, ৪৬৩টি বইয়ের ভেতর থেকে সেরা বই গুলো নিয়ে এই মাসুদ রানা সিরিজের সেরা বইয়ের তালিকাটি তৈরি করা হয়েছে। আর আপনি যদি মাসুদ রানা সিরিজের ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার কোন বইটি পছন্দের।

About the Author: Sumon

হ্যালো বন্ধুরা, আমি এম মোহসিন আলী সুমন। আমি বিডিইবুক সাইতে একজন কন্টেন্ট রাইটার। আমি সাধারণত বাংলা ভাষার বিভিন্ন সিরিজ গল্পের চরিত্র এবং লেখক নিয়ে লেখালিখি করে থাকি। আশাকরি আমার লেখা পড়ে এসব সিরিজ সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হবে।

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।